কিশোরগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি) ও কটিয়াদী থানা পুলিশের আলাদা আলাদা অভিযানে ৬ কেজি গাঁজা ও ৪২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৫ ফেব্রুয়ারি) গোয়েন্দা শাখার এসআই জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আড়াইটার সময় কড়িয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মৃত তাহের উদ্দিনের ছেলে আতাব উদ্দিন (৪২), কে আটক করা হয় এসময় তার নিকট হতে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।অপরদিকে এসআই রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় একই দিন আনুমানিক সাড়ে ৩ টার সময় হারুয়া কলেজ রোডের সোনালি ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মৃত হাসেমের ছেলে ছালেক (৩৭), ছালেকের স্ত্রী পপি (৩০) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এছাড়াও কটিয়াদী থানা এসআই মোঃ দুলাল মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সেই দিনই রাত আনুমানিক ১২ টার দিকে পশু হাসপাতালের সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে আসামি মোঃ মোবারক মিয়া (২৫) রমজান আলী (৩৫) কে গ্রেপ্তার করে এবং আসামিদ্বয়ের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উক্ত ৩ টি ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।