শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

বিনা নোটিশে ছাটাইয়ের প্রতিবাদে ‘বে ট্যানারি’র শ্রমিকদের অবস্থান

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে /

সাভার চামড়া শিল্প নগরীর ‘বে’ নামক একটি ট্যানারি থেকে বিনা নোটিশে কর্মী ছাটাইয়ের অভিযোগে কারখানার শ্রমিকরা আন্দোলনরত রয়েছে।রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কারখানারটির সামনে শ্রমিকরা নিজেদের কাজে ফিরে যাওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।আন্দোলনরত এক শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, প্রথম থেকেই কারখানাটি বেতন দিতে টালবাহানা করত।সাপ্তাহিক হারে বেতন দিত, ঈদে কোনো বোনাস দিত না। পরে শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হয়ে তারা বসে কথা বলে সব মিটমাট করে নেয়। কিন্তু গতকাল কারখানা থেকে কাজ শেষ করে বাড়ি ফেরে ঠিকই আজ সকালে আর কারখানায় ঢুকতে দেয়া হচ্ছে না তাদের। দরজায় নোটিশ টানিয়ে দেয়া হয়েছে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ।তিনি এ সময় আরও বলেন, সামনে ঈদ,আমাদেরকে এখন বিনা নোটিশে কারখানা থেকে বের করে দিলে আমরা কোথায় যাব!তিনি আরও অভিযোগ তুলে বলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এএসআই কুরবান আলীর সোর্স জসিম শ্রমিকদেরকে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। শ্রমিকরা তাদের কাজের সাথে সাথে এখন জীবনের নিরাপত্তাহীনতায়ও ভূগছে।পরে এএসআই কুরবান আলীকে জসিম কেনো শ্রমিকদের হুমকি দিয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দবি করেন। তবে সেখানে অবস্থানরত শ্রমিকরা তার সামনে গণমাধ্যমকর্মীদেরকে হুমকির বিষয়টি আবারও নিশ্চিত করেন। এসময় গণমাধ্যমকর্মী ও কারখানার আন্দোলনরত শ্রমিকদের তোপের মুখে স্থান ত্যাগ করে কারখানার ভিতরে চলে যান।এ বিষয়ে ‘বে ট্যানারি’ এর মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন গণমাধ্যমকর্মীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD