সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা ৯৯৯-এ কল দিলে সাভার মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে লাশটি হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহতের নাম গুল নাহার বেগম (৪৫)। তিনি সাভার পৌর এলাকার ইমাান্দিপুর মহল্লার আব্দুল হান্নান মিয়ার স্ত্রী। রবিবার রাতে ১১ টারদিকে এই ঘটনাটি ঘটেছে।নিহতের মেয়ে শান্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার গভীর রাতে সাভার থানাস্ট্যান্ড এলাকার পলাশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় আমার মাকে মেরে ফেলেছে। আমার মা দীর্ঘদিন ধরে তিনি জরায়ু টিউমার রোগে ভুগছিলেন। রবিরার রাতে মাকে ওই হাসপাতালে সার্জারী করা হলে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে লাশ রেখে আমাদেরকে কিছু না বলে ডাক্তার ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে ডাক্তার তার সহযোগীদের না পেয়ে লাশটি থানায় নিয়ে যায়।এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিষয়ে জানা ও কথা বলার জন্য পলাশ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মালিক ও ম্যানেরজারের ফোন বন্ধ পাওয়া যায়।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করতে চাইলে বিষয়টি আমলে নেওয়া হবে।