ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) থেকে গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এ চিত্রে দেখা যায় ইউপি সদস্য পনির হাওলাদার ওয়ারিশ সার্টিফিকেটের সই দেওয়ার জন্য ৪০০ টাকা করে ঘুষ নিচ্ছে।
ইউনিয়নের এক ভুক্তভোগী নারীর সাথে কথা বললে জানা যায়, তিনি ওয়ারিশ সার্টিফিকেট সই করার জন্য ইউপি সদস্য পনির হাওলাদারের কাছে জমা দিলে তিনি সরাসরি টাকার কথা উল্লেখ করেন। ইউপি সদস্য জানান সই করার জন্য ৪০০ টাকা দিতে হবে। অসহায় ঐ নারী টাকা লাগলে দিয়ে যাব তাওওয়ারিশ সার্টিফিকেটে সই করে দেয়ার জন্য অনুরোধ করেন। পরে ইউপি সদস্য জানান টাকা দিয়ে গেলে তার কাজ দ্রুত হয়ে যাবে।জানা যায় অভিযুক্ত ঐ ইউপি সদস্য পদে বহাল হওয়ার পর থেকে ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয়দের বিভিন্ন হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।এছাড়াও যে গণমাধ্যমকর্মী গোপনে ধারণকৃত ভিডিও চিত্রটি প্রকাশ করেছেন তাকেও নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে আসছেন তিনি।