শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কে আঘাত হেনেছে। উদ্ধারকর্মীরা এক প্রকার ‘হামাগুড়ি’ দিয়ে ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধার করছেন। তবে ভূমিকম্পে এখনো নিখোঁজ রয়েছেন বাংলাদেশি গোলাম সাইদ রিংকু।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তুরস্কে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, গোলাম সাঈদ রিংকু নামের এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তিনি যে ভবনটিতে বসবাস করতেন, সেটি বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। তুরস্কের গাজিয়ান্তেপ শহরেও প্রায় ৫০ বাংলাদেশি বসবাস করেন।
তুরস্ক বসবাসরত বাংলাদেশি শিক্ষক শর্মিলি আনোয়ার বলেন, গোলাম সাঈদ রিংকু ও নূরে আলম নামের দুই বাংলাদেশি একই ভবনে এক ঘরে থাকতেন। প্রথমে দুজনই নিখোঁজ ছিলেন। পরে নূরে আলমের খোঁজ পাওয়া যায়।
নূরে আলম জানান, ধ্বংসস্তূপ থেকে তিনি বের হয়ে আসতে পারলেও গোলাম সাঈদ রিংকু সেখান থেকে বের হতে পারেননি।
তুরস্কে বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূত শাহনাজ গাজী বলেন, এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল গাজিয়ান্তেপ, যেখানে ভূমিকম্প সবচেয়ে বেশি আঘাত করেছে, সেখানে থাকা সব বাংলাদেশিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।