মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

রোহিঙ্গা শিবিরে বেলজিয়ামের রানি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে /

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বেসরকারি একটি এয়ারলাইন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সড়ক পথে সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান।

জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে রানি ম্যাথিল্ডের এই বাংলাদেশ সফর। জাতিসংঘের মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি।

বিমানবন্দরে বেলজিয়ামের রানিকে অভ্যর্থনা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ ঢাকাস্থ দূতাবাসের কর্মকর্তারা ।

এছাড়া নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানা, স্থানীয় স্কুল ও খুলনায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পও পরিদর্শন করবেন তিনি।

এর আগে, গত ৩০ জানুয়ারি জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রানির আসার কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে।

সফর শেষে আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD