মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

যশোর বোর্ডে পাশের হারে শীর্ষে খুলনা 

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে /

এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হারে যশোর শিক্ষা বোর্ডে ১০ জেলার মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা। আর পাসের হার সবচেয়ে কম বাগেরহাট জেলায়।

এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসে হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে রয়েছে খুলনা জেলা। জেলার ৪৪টি কেন্দ্রে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৫৯ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে ঝিনাইদহ জেলা, পাসের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ।  ৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা।  নড়াইল জেলা আছে চতুর্থ স্থানে পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, যশোরের অবস্থান পাঁচ, ৮৩ দশমিক ৩০ শতাংশ, কুষ্টিয়া আছে ছয় নম্বরে পাশের হার ৮২ দশমিক ৩১ শতাংশ,  চুয়াডাঙ্গা আছে সাতে, পাশের হার ৭৯ দশমিক ৯৪ শতাংশ,   মেহেরপুরে জেলা  আছে আট নম্বরে, পাশের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ,  মাগুরা জেলার অবস্থান  নবম স্থানে পাশের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ, আর বাগেরহাট জেলা আছে দশম স্থানে পাসের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ।

খুলনা জেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সরকারি এম এম সিটি কলেজের পরীক্ষার্থীরা। এই কলেজের ১ হাজার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৭ জন, অকৃতকার্য হয়েছে ৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন।

এম এম সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তন্ময় কুমার সাহা বলেন, খুলনার মধ্যে আমাদের কলেজের শিক্ষার্থীরা সব সময় ভালো ফলাফল করে । এবারও এইচএসসিতে তারা সাফল্য ধরে রেখেছে।

সিটি কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী মো. রোহান বলেন, ভালো ফলাফল করতে হলে নিয়মিত লেখাপড়া করতে হবে। আজ পড়বো না, কাল পড়বো এমন করলে চলবে না। রুটিন মাফিক অল্প হলেও প্রতিদিন লেখাপড়া করতে হবে।

বিএল কলেজের শিক্ষার্থী মো. ফাহিম মুনতাসির সাফিন বলেন, জিপিএ-৫ পেয়েছি, খুব ভালো লাগছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন ভালো কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করতে চাই।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD