মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

আ.লীগের দুই বিভাগে সমাবেশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে /

ময়মনসিংহ বিভাগে আগামী ১১ মার্চ ও বরিশাল বিভাগে ১৮ মার্চ মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিভাগের পাশাপাশি প্রতি ইউনিয়নেও দলীয় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার সভাপতির বক্তব্যে এ নতুন কর্মসূচির কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় কাদের বলেন, ‘আমরা বিএনপিকে প্রথম থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতা চেয়েছি। আমাদেরকে তারা বরাবরই শত্রুপক্ষ মনে করে আসছে।’

তিনি বলেন, ‘আমরা বিএনপিকে প্রথম থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতা চেয়েছি। আমাদেরকে তারা বরাবরই শত্রুপক্ষ মনে করে আসছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এক বছর ধরে প্রকাশ্যে মাঠে আসছে, তারা অনেক বড় বড় কথা বলেছেন। আমরা সন্ত্রাসের আশঙ্কায় শান্তি সমাবেশ করছি। যতক্ষণ বিএনপি আন্দোলন করবে আমরা শান্তি সমাবেশ করব। তারা নয়াপল্টনে করে আমরা উত্তরা, ১০ ডিসেম্বর তারা রাজধানীতে করেছে আমরা সাভারে করেছি।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD