শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন

বাঁচতে ‘মূত্রপান’, অবশেষে ৯৪ ঘণ্টা পর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে /

তুরস্ক-সিরিয়ায় গত সোমবার এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত ২১ হাজারের বেশি নিহত হয়েছেন। ভূমিকম্পের বেশ কয়েকদিন পার হলেও জীবিত লোক উদ্ধারের নতুন নতুন অলৌকিক খবর উঠে আসছে।

তেমনি একজন আদনান মুহাম্মেদ করকুত (১৭)। তাকে ভূমিকম্পের ৯৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের এক বিধ্বস্ত ভবনের নিচে চাপা পরে ছিল আদনান। প্রদেশটির শেহিতকামিল জেলার ভবনের ধ্বংসস্তুপ থেকে তাকে গতকাল বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা উদ্ধার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আদনানকে বলতে শোনা যায়, তিনি বেচে থাকার জন্য নিজের মূত্র পান করেছেন এবং উদ্ধারকর্মীদের জন্য অপেক্ষা করেছেন।

উদ্ধারের পর তিনি উদ্ধারকর্মী ও সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD