শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

আমতলীতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণে দুনীর্তি!

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে /

বরগুনার আমতলীতে উপজেলা মৎস্য অফিস থেকে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে

জানা গেছে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে ২০টি জেলে পরিবারের মাঝে দুইটি করে ছাগল ও এক বস্তা খাবার এবং ছাগলের পালনের জন্য একটি করে ঘর বিতরন করা হয়েছে।

খোজ নিয়ে জানা গেছে ২০টি পরিবারকে ৪০টি ছাগল ১৫ কেজি করে খাবার , একটি ছাগলের ঘর ও ওসুধ বিতরনের জন্য ৪ লাখ ৪ হাজার ৯শ টাকা বরাদ্ধ আসে। উক্ত বরাদ্ধের মধ্যে প্রতিটি ছাগল ৬/৭ হাজার টাকা ১২কেজি করে খাবার, ৪ হাজার টাকা মুল্যের একটি কাঠের ঘর (খোপ) ও কৃমির ওসুধ দেয়ার পরিপত্র আসে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার ছাগল ঘর ও অন্যান্য মালামাল ক্রয় করে ৪ জানুযারী বিতর করেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে,প্রতিটি ছাগল থেকে ৪ হাজার টাকার বেশি দাম হবেনা,৯ থেকে ১০ কেজির বেশি খাবার দেয়া হয়নি বলে সুবিদাভোগিরা জানান তাছাড়া প্রতিটি ছাগল ঘর (খোপ)২ হাজার থেকে ২৫ শ টাকার বেশি হবেনা বলেও তারা জানান। এ ব্যাপারে সুবিদাভোগি জসিম হাওলাদার বলেন, ছাগল দুটির দাম হবে ৭ হাজার টাকা ঘরের দাম হবে ১৫ শ টাকা খাবার পেয়েছে ১০ কেজি।

অপর সুবিদা ভোগী কাশেম মিয়া বলেন, ছাগল দেছে ছায় মায় বড় ছাগলটির দাম হবে ৩ হাজার ছোটটি ২ হাজার পাচ শত টাকার বেশি হবেনা। আর খাবার দিয়েছে ১০ কেজি। সুবিদা ভোগী মেয়া গাজীর স্ত্রী জানান ছাগল দুটির দাম হবে পাঁচ হাজার কি সাড়ে পাচ হাজার আর দুই হাজার হতে পারে ছাগল ঘরের দাম, আর খাবার দিয়েছে ১০ কেজি।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন উপজেলা নির্বাহী অফিসার মহোদ্বয়ের উপস্থিতে অনুযায়ী ২০ জেলে পরিবারকে ছাগল, খাবার ও ছাগলের ঘর বিতরন করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, খোজ খবর নিয়ে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সুবিদাভোগিরা এ ঘটনায় তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD