শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

ইকোপার্ক আন্দোলন নেতাদের জামিন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে /

ঝালকাঠির ইকোপার্ক রক্ষা এবং নদী-খাল ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটির কয়েকজন নেতাকর্মীদের নামে পৃথকভাবে দুটি ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করে ভূমিদস্যুরা। ভূমিদস্যু মনিরুল ইসলামের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামি করেন যথাক্রমে ১.রবিউল ইসলাম, ২.মোঃ শামিম হোসাইন, ৩.মোঃ মঈন তালুকদার, ৪. আল আমিন বাকলাই, ৫.সোয়েবুর মোর্শেদ সোহেল, ৬. খসরু নোমান, ৭. মেজবাহ উদ্দিন খান শাহিন, ৮. কাজী মারুফ ইরান, ৯. মোঃ বাদল হোসেন। অপর মামলার বাদী ভূমিদস্যু মনিরুল ইসলাম তালুদারের ভাই, শফিকুল ইসলাম টুটুল বাদী হয়ে ১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩৭৯/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করে। তাতে আসামি করেন যথাক্রমেঃ ১.মোঃ মঈন তালুকদার, ২. আল আমিন বাকলাই, ৩.সোয়েবুর মোর্শেদ সোহেল, ৪. খসরু নোমান, ৫. মেজবাহ উদ্দিন খান শাহিন, ৬. মোঃ হোসাইনরআক্তার, ৭. কাজী মারুফ ইরান, ৮. মোঃ বাদল হোসেন। কিন্তু ঝালকাঠি ইকোপার্ক রক্ষা এবং নদী-খাল ও পরিবেশ বাঁচাও আন্দোলন কমিটি সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তারা আজকের ১৫/০২/২৩ ইং বুধবার। শফিকুল ইসলাম টুটুলের দায়ের করা মামলায়, ঝালকাঠি ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নেয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD