কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ১৫০ পিছ ইয়াবা সহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) দিবাগত রাতে এসআই মোঃ জুয়েল মিয়ার নেতৃত্বে সঙ্গী ফোর্সের সহযোগীতায় কটিয়াদি উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন রজনীগন্ধ্যা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বাজিতপুর উপজেলা শোভারামপুর গ্রামের মোঃ মাতু মিয়ার পুত্র মনির মিয়া (৩২), একই উপজেলা শাহপুর গ্রামের মৃত হেমাদের ছেলে বাচ্চু মিয়া (৩০)। এসময় তাদের কাছ থেকে সর্বমোট ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।