শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের নিকলীতে ৬ সন্তানের জননীর আত্মহত্যা

সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের নিকলীতে শিপন আক্তার (৪৭) নামে ৬ সন্তানের জননী রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ।নিহত শিপন আক্তার উপজেলা সদর ইউনিয়নের মোহরকোনা গ্রামের দিন মুজুর জসিম উদ্দিনের স্ত্রী। জানা যায়, শিপন আক্তার (৪৭) বুধবার সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় নিজ বাড়িতে একটি পরিত্যাক্ত ঘরের ধর্নার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। এই ব্যাপারে তদন্ত কর্মকর্তা নিকলী থানার এস,আই ইকবাল হোসেন জানান, উক্ত মহিলা দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত। নিহতের স্বামী জসিম উদ্দিনের সাথে কথা হলে, তিনি বলেন,আমি একজন দিন মুজুর আমার স্ত্রী দীর্ঘদিন যাবত মানুসিক রোগে ভুগছিল, আমার সাধ্যেমত তার চিকিৎসা করিয়েছি। প্রায় সময় একাকি হলেই বাড়ি থেকে চলে যেতো। আজ আমি কাজে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। এই বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD