কিশোরগঞ্জ সদর চর শোলাকিয়া মধ্যপাড়া থেকে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলার গোয়েন্দা সংস্থা (ডিবি)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের এসআই জুয়েল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে চর শোলাকিয়া মতিউর রহমানের ছেলে আরমান (২৪) এবং একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে তারিফ (৩০) কে আটক করা হয়।।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।