কিশোরগঞ্জে ভিন্ন দু’টি অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এসআই মোঃ রমজান আলীর নেতৃত্বে সঙ্গী ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, চাঁন মিয়ার পুত্র জুয়েল মিয়া(২৬), লোকমান মিয়ার পুত্র জাকির হোসেন (২৪), মৃত উসুমউদ্দিনের পুত্র ইসমাইল(৬০), মৃত হাফিজ উদ্দিনের পুত্র আলম উদ্দিন (৫০)।
অন্যদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াল ইউনিয়নের নতুন বাজার থেকে এক কেজি গাঁজাস সদর উপজেলার বগাডুবি গ্রামের মোঃ ছাদেক মিয়ার পুত্র মোঃ মিলন (৩০) কে আটক করা হয়।
তাদের নিকট থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এবিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।