ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী বাজার থেকে এস আই দুলাল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।আটককৃতরা হলেন কটিয়াদী বাগরাইট গ্ৰামের আবদুর রহিমের মেয়ে অঞ্জনা (৩০) ভৈরব তুলাকান্দি গ্ৰামের মৃত আব্দুল কাদিরের মেয়ে লীলা বানু (৩০) বিশেষ কায়দায় কোমরে কষ্টেপ পেছানো অবস্তায় ৮ কেজি গাঁজাসহ তাদের গ্ৰেপ্তার করা হয়।
অপর দিকে কটিয়াদী ঘিলাকান্দির এলাকার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে আতাবুর রহমান(৫0) কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সামছুর রহমান প্রতিবেদক কে জানান তাদের কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কটিয়াদী থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।