রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় পিকআপ ভ্যানচাপায় প্রাণ হারালেন দুই যুবক।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজন যুবক ওই সড়ক দিয়ে হেটে গন্তব্যে যাচ্ছিলেন। এসময় পিকআপ ভ্যানটি তাদের গায়ের ওপর উঠে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আর সঙ্গে থাকা আরেক যুবকের চিকিৎসা চলছে।