সাভারের হেমায়েতপুরে রাজাঘাট এলাকায় এক শিল্পপতি ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে নিরীহ এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে৷ভূমিদস্যুরা জমি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করলে নিরীহ ওই জমির মালিক সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী মাহিনূর ইসলাম বাদী হয়ে শনিবার রাতে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।থানায় দায়ের করা জিডিতে বাদী মাহিনূর ইসলাম উল্লেখ করেন, ডেইলি কেট গার্মেন্টস কর্তৃপক্ষ ও তার ও এলাকার নামকরা ভূমিদস্যু নূর ইসলাম জমি দখলদার পায়তারা করছে।শনিবার বিকেলে মাহিনূর ইসলাম তার সম্পত্তি রক্ষার্থে ঘটনাস্থলে উপস্থিত হলে ভূমিদস্যু খায়ের, নূর ইসলাম হবি, ডেইলি কেট গার্মেন্টস এডমিন লিটন তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এক পর্যায়ে ভূমিদস্যরা তাকে প্রাণ নাশের হুমকি দেয়।সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।