নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আজহারুল ইসলাম নান্টু দম্পত্তির দুর্ঘটনায় বেচেঁ যাওয়া একমাত্র কন্যা ফারিয়ার চিকিৎসার সহায়তা ও খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান নেত্রকোণা জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি আজ রবিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটিকে দেখতে হাসপাতালে ছুটে যান। এসময় মাতা-পিতাহারা মেয়েটির ফ্যাল ফ্যাল দৃস্টি আর ব্যকুলতা দেখে পিতৃস্নেহে পরম আদরে বুকে টেনে নেন বিএনপি এই নেতা। এসময় উপস্থিত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উপজেলা বিএনপি নেতার সস্ত্রীক মৃত্যু পরিবার ও তার মেয়েটি অসহায় করে দিয়েছে। আমি এই ভবিষ্যতে সবসময় মেয়েটির পাশে থাকবো।গত বৃহস্পতিবার নেত্রকোনা-মদন সড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নান্টু দম্পতি নিহত হয়েছেন।