যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল কাষ্টমস গোয়েন্দা টিম এবার যাত্রীর পায়ু পথ থেকে ৫ শ ৮০ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। সোমবার (৬ মার্চ) বেনাপোল চেকপোষ্টে কাষ্টমসে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বেনাপোল কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান, সকালে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে আনা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে স্বর্নের বিষয়টি অস্বীকার করে। পরে যাত্রীকে বেনাপোল বাজারে এক ডায়াগন্ষ্টিক সেন্টারে নিয়ে এক্সরে ও পরীক্ষা নিরীক্ষা করলে তার পায়ু পথে স্বর্নের চিহ্ন পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ওই যাত্রীর পায়ুপথ দিয়ে ৫ টি স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫ শ ৮০ গ্রাম, যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৪২ লক্ষ টাকা।
স্বর্ণ পাচারকারী মুন্সিগঞ্জ জেলার আবদুল লতিফ ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী (৩৫)।উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল শুল্কগুদামে জমা জমা দেওয়া হয়েছে, আর পাচারকারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।