শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

বেনাপোলে একাধিক মামলার আসামীর বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

জহিরুল ইসলাম, যশোর প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে /

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে গ্রেফতারী পরোয়ানাভূক্ত একাধিক মামলার আসামি তাজ উদ্দিনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ ।মঙ্গলবার (৭ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আসামির নিজ ঘর থেকে পিস্তলটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।পলাতক আসামি তাজ উদ্দিন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে। পুলিশ জানায়, একাধিক মামলার আসামি তাজ উদ্দিন নিজ বাড়িতে অবস্থান করছে, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।এসময় তার ঘর তালাবদ্ধ পাওয়া যায়। তার মা ফাতেমা বেগম আসামির ঘরের তালা খুলে দিলে খাটের উপর বালিশের নিচ থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬২) উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাজের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা আদালতে চলমান রয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD