
কিশোরগঞ্জের পুলেরঘাট বাজারে দিনের পর দিন হিজরাদের বেপরোয়া চাঁদাবাজি চলে আসছে। তাদের চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে উঠেছেন সাধারন মানুষ।দুপুরে দল বেধেঁ চাঁদা আদায় করছিল হিজরা কিশোরগঞ্জের পুলেরঘাট বাজার সহ বিভিন্ন জায়গায় বিয়ের গাড়ি, বিভিন্ন অনুষ্টানে যাতায়াতকারী যানবাহন আটকিয়ে তাদের চাহিদা মতো টাকা আদায় করে।আর চাহিদা মতো টাকা না দিলে অশ্লিল অঙ্গভঙ্গি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া দীর্ঘ সময় গাড়িগুলো আটকিয়ে যাত্রী সহ চালাকদের সাথে দুর্ব্যবহারও করে। মান সম্মানের ভয়ে নিরুপায় হয়ে হিজরাদের চাহিদা মোতাবেক চাঁদা দিয়ে নিরবে চলে যেতে হয় ভুক্তভোগীদের।সাধারনত হিজড়াদের টাকা নেয়ার বিষয়টিকে অনেকে স্বাভাবিক মনে করে থাকেন। এটি নিয়ে কোনো মামলা বা জিডি করা হয় না। কিন্তু যাদের কাছ থেকে চাঁদা নেয়া হচ্ছে তারা বুঝতে পারেন এর যন্ত্রণা কী।আমরা হিজড়াদের নোংরা -অশ্লীল আচরণ, প্রকাশ্য এবং গোপন সকল ধরনের চাদাবাজি থেকে মুক্তি চাই। সন্মান জনক ভাবে বাজারে বসবাস ও চলাফেরা করতে চাই।