রাজধানীর গুলিস্তানে একটি ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় শতাধিক মানুষ।
আহতদের মধ্যে রয়েছেন- বাসযাত্রী, পথচারী, বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাসহ স্থানীয় বেশ কয়েকজন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত বিস্ফোরণের মূল কারণ জানা যায়নি। আর কত তলা থেকে বিস্ফোরণ হয়েছে তাও জানা যায়নি। ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের বেশ কয়েকটি ভবনও।
জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা বিশিষ্ট এই ভবনের নীচ তলায় ছিল স্যানেটারি দোকান। এই তলায় ৮ থেকে ৯ টি দোকান ছিল। বিস্ফোরণের পর সবগুলো দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিল এই দোকানগুলোর গোডাউন। আর চতুর্থ তলা থেকে ৭ তলা পর্যন্ত ছিল আবাসিক বাসা-বাড়ি। তবে, এই ভবনে কতজন মানুষের বা পরিবারের বসবাস ছিল তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি।
ব্যবসায়ীরা বলছেন, সঠিকভাবে জানা না গেলেও বিস্ফোরণে কয়েক কোটির টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে আসলে জানা যাবে, কার কেমন ক্ষতি হয়েছে।