কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই্যহাসমত আলহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় ভৈরব টু কিশোরগঞ্জ মহাসড়কের দক্ষিন শম্ভূপুর বড়কান্দা ফরিদার বাড়ীর সামনে পাক পাঞ্জাতন বালুরপাঠ থেকে এ অভিযান পরিচালনা করে ভৈরব শম্ভপুর এলাকার আব্দুস সামাদ ওরফে রোকনের পুত্র হানিফ (৪০),কে গ্রেফতার আসামির হেফাজত থাকা সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে সন্ধ্যায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।এ ঘটনায় ভৈরব থানায় একটি মামলা রুজু করা হয়েছে।