রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

আমতলীতে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া,ঘরবন্দী ৩ পরিবার

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে /

বরগুনার আমতলীর আঠারগাছিয়া ইউনিযনের সোনাখালী গ্রামে অসহায় বিধবা পরিবারকে ঘরবন্দী করে রাখতে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে সেলিম মাতুব্বর নামে এক প্রভাবশালী ও তার লোকজন।খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল (৯ মার্চ, বৃহস্পতিবার ) সকাল ১০ টার দিকে বরগুনা আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব সোনাখালী গ্রামের মৃত্যু রুপ গাজীর স্ত্রী বিধবা সোনাবরু বেগম, মৃত্যু লাল গাজীর স্ত্রী বিধবা সুমী বেগম ও আব্দুল করিম এর পরিবারকে ঘরবন্দী করে রেখেছে একই এলাকার প্রভাবশালী মৃত্যু বাছের মাতুব্বর এর ছেলে সেলিম মাতুব্বর।ভুক্তভোগী বিধবা সুমী বেগম (৬৫)বলেন, আমার ভাসুর রুপ গাজীর রেকর্ডীয় জমির উপর দিয়ে আমাদের তিন পরিবারের চলাচলের রাস্তায় সেলিম মাতুব্বর লোকজন নিয়ে বাশের বেড়া দিয়েছে, আমার নাতি নাতনীদের শুকাতে দেওয়া জামাকাপড় নদীতে ফেলে দিয়েছে, আমার জাল (ভাসুরের স্ত্রী) সোনাবরুকে মারতে চাইছে, আমি আমি এই ঘটনার ন্যায় বিচার চাই।ভুক্তভোগী বিধবা সোনাবরু বেগম (৭৫)বলেন, আমার স্বামীর রেকর্ডীয় জায়গায় আমাদের চলাচলের পথে আমাদের প্রতীবেশী সেলিম মাতুব্বর ও তার দুই ছেলে নজরুল মাতুব্বর ও সোহেল মাতুব্বর, মেয়ে শাহীনুর ও তার স্ত্রী হামিদা বেগম সহ ১০ থেকে ১২ জন লোক এসে বাঁশের বেড়া দিয়ে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে, এই বিরোধীয় জমি নিয়ে ইউনিয়ন পরিষদ বিচার চলমান, সেলিম মাতুব্বর সালিশীর দিন কাগজ দেখাতে পারে নাই, এক সপ্তাহের সময় চেয়ে দুই মাস অতিবাহিত হয়েছে, সেলিম মাতুব্বর আমার মেয়ের জামাই এবং দুই নাতিকে মিথ্যা মামলা দিয়েছে, সে বিভিন্ন ভাবে আমাকে এবং আমার নাতি নাতনিকে হয়রানি করছেন, আমি এই ঘটনায় ন্যায় বিচার চাই।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোকেরা জানিয়েছেন, ভূমি সংক্রন্ত কাগজপত্র তুলে দেওয়া, ভূমি বন্ধবস্ত করিয়ে দেওয়া, রেকর্ড করিয়ে দেওয়াসহ ভূমি অফিসের দালালীও করেন সেলিম মাতুব্বর, মানুষের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি করাই তার পেশা, সেলিম মাতুব্বর ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, ভাংচুর ও নাশকতার মামলায় জেলও খেটেছেন, তার বিরুদ্ধে অন্যের বাড়িতে হামলা ভাংচুর ও লুটের মামলা সহ একাধিক মামলা রয়েছে।এ ব্যাপারে অভিযুক্ত সেলিম মাতুব্বর মুঠোফোনে কোন কথা বলবেন না বলে জানান।এবিষয়ে আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন বলেন, চলাচলের রাস্তা বন্দ করার খবর শুনেছি। সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয় অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD