যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে মা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও শংকরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান মুসা, যশোর জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আজাহার আলী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিমুল হক সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, বীর মুক্তিযুদ্ধা লিয়াকত আলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাড. সাইদুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. নিছার আলী, শংকরপুর কুলবাড়ীয়া বিকে হাফিজিয়া মাদ্রাসার সভাপতি অধ্যাপক ডা. গোলাম ফারুক, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আ. রহিম পশারি, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল ইসলাম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, তামান্না আক্তার নুরা, সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নেতৃবৃন্দ