শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

সিএমএস’র স্কুল বিক্রী করে দিলেন আনসার কমান্ডার

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে /

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার নাইয়ার খালপার এলাকার, বেসরকারি এনজিও (সিএমএস) এর স্কুলের অবকাঠামো বিক্রী করার অভিযোগ উঠেছে স্কুলটির সভাপতি কাঠালিয়া উপজেলার আনসার কমান্ডার, মতিউর রহমান (মতি) তালুকদারের উপর।আমুয়া ইউনিয়নের জিয়া তালুকদার জানান, উপজেলার নাইয়ার খালপার এলকায়, আনসার কমন্ডার মতি তালুকদারের বাড়ির সামনের বেসরকারি এনজিও প্রতিষ্টান (সিএমএস) এর নির্মাণকৃত স্কুলের অবকাঠামো ভেঙে ৪০ হাজার টাকায় বরিশালের এক ভাংগারি ব্যাবসায়ির কাছে বিক্রয় করে দিয়াছে মতি তালুকদার।মতি তালুকদারের এক মেয়ে বলেন, এখানে কোনো স্কুল ছিলোনা আমাদের নিজেদের নির্মান করা ঘর ছিলো আমরা ভেঙে দিয়াছি। তবে মতি তালকুদারের অন্য মেয়ে স্কুল বিক্রীর দোষ চাপিয়ে দিয়াছেন তাদের প্রতিপক্ষ খালেক তালুকদারের উপর।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD