যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বজ্রপাতে এক যুুুবকের মৃৃত্যু হয়েছে। সে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ বাজার এলাকার কামাল হোসেন ব্যাপারীর ছেলে তুুুুহিন ব্যাপারী(১৮)।তুহিনের চাচা জাহিদুল ইসলাম ব্যাপারী বলেন, ১৫/২০ দিন আগে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নেরর নবীবনগরে তুহিন নানা বাড়ি বেড়াতে যায়। বুধবার ভোরে আকাশে মেঘ ছিলো। সকালে নাভারণ ইউনিয়নেরর নবীবনগর গ্রামে তার নানা বাড়িতে ছিলো, আচমকা বজ্রপাতে এ ঘটনা ঘটেছে। তুহিনের মৃত্যুর সংবাদ পেয়ে আমাদের পরিবারের সকল সদস্যরা সকালে নবীনগরে এসেেছি। তার এই করুন মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছি না।