মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

জটবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মাহফিল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে /

টাংগাইল মধুপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জটবাডি ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে ২০২২ সালে আলিম পরীক্ষার্থী A+ পাওয়া জন্য তাদের কে সংবর্ধন করেন এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে ১০টা থেকে ১২টা পর্যন্ত মাদরাসার নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন খন্দকার আবদুল গফুর মন্টু (সভাপতি জটবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ মধুপুর টাঙ্গাইল)। বিশেষ অতিথি ছিলেন গভর্নিংবডির সভাপতি এবং মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি খন্দকার আবদুল গফুর মন্টু বলেন কৃষিমন্ত্রীকে বলে এই মাদ্রাসার ৪ তলা ভবন নির্মাণ করে দিয়েছি।পরীক্ষার্থীদের জন্য সফলতার দিকনির্দেশনা তুলে ধরে বলেন, এই মাদ্রাসাটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে এর শিক্ষার্থীদের আচরণ এবং অধ্যবসায় যথার্থ মানের রাখতে হবে। তাই শিক্ষার্থীদের পড়লেখায় মনযোগী হওয়ার পাশাপাশি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD