মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ঝিকরগাছায় ভুয়া চিকিৎসককে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে /

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিওরদাহ বাজারে সাধন কুমার দাস (২৮) নামে এক ভুয়া চিকিৎসক মিথ্যা ডিগ্রি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।ঐ ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ক্রমাগতই জেলার সিভিল সার্জন ডা: বিপ্লব কান্তি বিশ্বাসের নিকট অভিযোগ  হওয়ায় তার নির্দেশনায় রবিবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার সময় উষা হোমিও হল নামক প্রতিষ্ঠানে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম মামুনুর রশিদ।এসময় তিনি ভুয়া চিকিৎসক সাধন কুমার দাস জনগণের সাথে ভূয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারনা করার জন্য এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। দন্ডিত ভুয়া চিকিৎসক সাধন কুমার দাস নির্বাসখোলা ইউনিয়নের কানারআলী গ্রামের প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলম, হেলথ ইন্সপেক্টর ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মোক্তার হোসেন, শিওরদাহ ফাড়ির এএসআই(নিঃ) ওহিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD