মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

দাম্পত্যকলহের জেরে পোশাক শ্রমিকের আত্মহত্যার চেষ্টা

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে /

সাভারে হেমায়েতপুরের একেএইচ নামক পোশাক কারখানায় দাম্পত্য কলহের জেরে দশতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক পোশাক শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় হেলাল বিশ্বাস (২৩) নামের পোশাক শ্রমিক একেএইচ টাওয়ারের ছাদে এই ঘটনা ঘটান। উদ্ধারের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাকে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

জানা গেছে, হেলাল পোশাক কারখানার অপারেটর পদে কাজ করেন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার মহাজন গ্রামের ফারুক বিশ্বাসের ছেলে।

এ বিষয়ে একেএইচ গ্রুপের এডমিন অফিসার মো. হুমায়ুন বলেন, আজ দুপুরে হেমায়েতপুরে আমাদের একেএইচ গ্রুপের একেএইচ টাওয়ার নামক একটি বহুতল ভবনের ছাদ থেকে একজন শ্রমিক লাফিয়ে পরে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন।

বিষয়টি আমাদের নিরাপত্তা কর্মীরা দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা তাকে সেখান থেকে নামানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি টিম এসে সেখান থেকে আত্মহত্যার চেষ্টাকারী শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি কিছুদিন আগে বিয়ে করেছেন। কিন্তু স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দেয়ায় তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। এর প্রেক্ষিতেই মানসিক চাপ থেকে আত্মহত্যার চেষ্টা করে সে। বর্তমানে ওই যুবক আমাদের দায়িত্বে আছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

এ ব্যাপারে, সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমিসহ আমাদের একটি টিম ঘটনাস্থল যাই। পরে সেখান থেকে ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করি। এঘটনায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD