আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে, রবিবার (২৬ মার্চ)কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এমপির নির্দেশনায়, কিশোরগঞ্জ জেলা স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সৈয়দ নজরুল ইসলাম প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক প্রকৌশলী শরীফুল ইসলাম (শরীফ) ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিমন ঢালীর নেতৃত্বপুষ্প অর্পণ করেন, এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার যুবলীগ নেতা মোতাহার হোসেন ভূঁইয়া পরিকল্পিত কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক এখলাছ উদ্দিন ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।