বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

রাতের আঁধারে খাল খনন, অভিযোগেও ফেরেনি দুর্বৃত্তরা

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে /

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আওরাবুনিয় ইউনিয়নের আওরাবুনিয়ায় কৃষি উন্নয়ন বোর্ডের প্রকল্প খাল খননে সরকারি খাস-জমি ও নকসা অনুযায়ী না করে ব্যাক্তি মালিকানা জমিতে খাল খননের অভিযোগ উঠেছে। ইউনিয়ন চেয়ারম্যান এর কাছে অভিযোগ করেও ফিরাতে পারেনি খাল খননের কাজ।ভুক্তভোগী মাসুদ কাজী বলেন, আমার জমি আওরাবুনিয়া-৩১ মৌজার দাগ নং ৪৯১, রেকর্ডিও খাল হচ্ছে আমাদের জমীর পূর্ব পাশের দাগে, কিন্তু নকশা অনুযায়ী খাল খনন না করে আমাদের জমীর উপর থেকে খাল খনন করছে,এ বিষয় স্থানীয় চেয়ারম্যানের কাছে বলার পরে সে খাল খনন কাজ বন্ধ রাখতে বলছে, কিন্তু রাতের আধারে ব্যাক্তি মালিকানা জমির উপর থেকে খাল কেটে ভোর হবার আগেই ব্যাকু নিয়া চলে গেছে লোকজন।কাজি মোঃ ইসমাইল পিতাঃআছাদ রফিউদ্দিন কাজি বলেন , খাল খনন আইছে কিন্তু আমার জমির উপর থেকে এমন ভাবে নিচে যেডা নকশার বাহিরে আমি চাই নকশা মত খাল নেক আমার কোন আপত্তি নেই আমার অনেক ক্ষতি হয়েছে।মোঃহুমায়োন কবির পিতাঃজুফিকার আলি খাঁন বলেন,৪৯২দাগের জমি কওলা বলে আমার নিজের কিন্তু জমির উত্তর সাইট দিয়ে খাল না যাইয়া আমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। সরকারি জমিতে খাল না কাইটা আমার ব্যক্তিগত জমির উপর দিয়া নিছে কিছু সংখ্যক এখানের লোকজনের ষড়যন্ত্রে।এবিষয়ে আওরাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃমিঠু সিকদার জানান, তথ্য পেয়ে আমি কাজ বন্ধ করতে বলেছি, তারা রাতে কাজ করেছে তা আমি জানিনা।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে বলেছি, যেন কোনো কৃষকের ক্ষতি না হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD