মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

নিকলীতে আবাসিক হোটেল থেকে নারীর মৃতদেহ উদ্ধার

সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের নিকলীতে আবাসিক প্যারাইডাস হোটেল থেকে তামান্না (২২) নামে এক যুবতী লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ, আটক হয়েছে দুই জন। নিহত তামান্না আক্তার (২২) পার্শ্ববর্তী উপজেলা কুলিয়ারচর উপজেলা রামদী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের অহিদ মিয়ার মেয়ে। আটককৃত হলেন, কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে হুমায়ুন (২৯), ও একই উপজেলার করগাঁও ইউনিয়নের ভূনা গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ শাকিল (৩৫)। নিকলী থানার সূত্রে জানা যায়, চারদিন আগে তামান্না আক্তার ও তার কৃথিত স্বামী হুমায়ুন (২৯), স্বামী স্ত্রী পরিচয় দিয়ে নিকলী হোটেল প্যারাডাইস আবাসিক হোটেল উঠেন। ঘটনারদিন বুধবার (২৯ মার্চ) ১১.৩০ ঘটিকায় সময় হোটেল প্যারাডাইসে তামান্না আক্তারের শরীরের অবস্থা খারাপ হলে তার কথিত স্বামী হুমায়ূন তাৎক্ষণিকভাবে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন , লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD