রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

পর্ন তারকার মামলায় ফেঁসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে /

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক এক পর্ন তারকাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ট্রাম্প।স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি আদালত এ ট্রাম্পের বিরুদ্ধে রায় দেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় ট্রাম্পের বিরুদ্ধে। দীর্ঘ তদন্ত শেষে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে রায় দেয়া হয়।স্টর্মি ড্যানিয়েলে জানান, সম্পর্ক নিয়ে মুখ না খোলার জন্য ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন তাকে।

এদিকে এ সম্পর্কের কথা বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই প্রথম ব্যক্তি, যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD