মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

৯৯৯-এর সেবা সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে /

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।’

উল্লেখ্য, আজ সকাল ৬টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবল বাতাস ও পানি সংকটে আগুন নেভানোতে বেগ পেতে হয়েছে উদ্ধারকর্মীদের। ছয় ঘণ্টায় পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় র‌্যাবের ঢাকার চারটি ব্যাটালিয়ন এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন আইশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক রাখতে কাজ করছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD