বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

আনারসের দাম কম, দুশ্চিন্তায় কৃষক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে /

টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে এবার আনারসের আবাদ বেড়েছে। ফলনও হয়েছে ভালো। তবে গত ১ বছরের তুলনায় এবার দাম অনেক কম। তাই আনারস নিয়ে চাষিরা দুশ্চিন্তায় আছেন।ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় আমদানি হওয়ার কারণে আনারস খাইতেছে না। আনারসের চাহিদা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক।মধুপুরের জলছত্র বাজার আনারসের পাইকারি হাটে চাষিদের কাছ থেকে আনারস কম কিনছেন ব্যবসায়ীরা। এসব আনারস মধুপুরের গারো বাজার ও জলছত্র পাইকারি হাটের মাধ্যমে বিপণন করা হয়।গতকাল বুধবার জলছত্র হাটে সরেজমিন দেখা যায়, পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকার বাগান থেকে চাষি ও খুচরা ব্যবসায়ীরা সাইকেল, ভ্যানযোগে আনারস নিয়ে আসছেন পাইকারি হাটে। ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে কিনে নিয়ে ট্রাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন।আনারস বিক্রি করতে আসা জলছত্র বাজারে স্থানীয় বাসিন্দ গ্রামের রিপন আলী জানান, তিনি দুই একর জমিতে এবার চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। কিন্তু দাম অনেক কম। গত বছর যে আকারের আনারস প্রতিটি ১৮–২০ টাকায় বিক্রি করেছেন, এবার সেই আকারের আনারস বুধবার বিক্রি করলেন ১৫ টাকায়। একই কথা জানালেন অপর চাষি মানিক মিয়া, তিনি যে আকারের আনারস গত বছর ২০-৩০ টাকায় বিক্রি করেছেন, এবার তা বিক্রি করলেন ১৫ টাকায়।আনারস চাষি রিপন মিয়া বলেন, এই দামে আনারস বিক্রি করলে চাষিদের কাঙ্ক্ষিত মুনাফা আসবে না, তাই তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD