শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন

হামলার স্বাক্ষী নিজের গর্ভধারিণী মা

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বটতলার সাতঘড়ের বজলু হাওলাদার ও তার স্ত্রী তাজনেহার বেগমের বিরুদ্ধে একই বাড়ির মৃত ফজলুর স্ত্রী মোর্শেদা বেগমের ঘড়ে ইট, পাটকেল ও রড দিয়ে হামলার অভিযোগ উঠেছে।অভিযোগকারী মোর্শেদা বলেন, বজলু আমার স্বামীকে জীবিত অবস্থায় বিভিন্ন সময় মিথ্যা মামলা ফাসিয়ে দিত। তার উপর হামলাও করেছে বেশ কয়েকবার।এসময় তিনি বলেন, ‘আমার ঘরের বাইরে ওডার উপরে পানি পড়ে তাই ১২ মে সকালে ওডায় পলি দিয়ে ঢাকতে গেছিলাম। ওইহানেই বইয়া মাইরধর শুরু করে আমারে। তহন আমার ঘরের বেড়া দা দিয়ে কুপায় ও আমার ঘড়ে ইট পাটকেল নিক্ষেপ করে।’তিনি আরও বলেন, ‘এই ঘটনার অনেক আগেই জমি সংক্রান্ত বিষয়ে আমি ঝালকাঠি পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছিলাম।তারপর থানা থেকে সালিশির কথা বলা হয়। সেটা নিয়ে আর কোন কিছু হয় নাই। চেয়ারম্যানের কাছে অভিযোগ দিছি, সাংবাদিক নাসির হাওলাদার ও মোশারফের কাছেও মৌখিক ভাবে সাহায্য চাইছি।’অভিযুক্ত বজলুর মা এলাচি বেগম বলেন, অভিযুক্ত এবং অভিযোগকারী উভয় পক্ষই আমার ২ ছেলে ও ছেলেট বউ। আমার ছেলে ফজলু জীবিত অবস্থায় আমার আরেক ছেলে বজলুর অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছে। এখন আমার বিধবা ছেলের স্ত্রী মোর্শেদাকে বিভিন্ন সময় নানা ভাবে অত্যাচার ও শারিরীকভাবে নির্যাতন করে বজলু ও তার স্ত্রী। সেদিন সকালে তারা একই ঘটনা ঘটায় এবং বাড়ি ঘর ভাংচুর ও মোর্শেদা মারধর করে। আমি এসব অপকর্মের সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগীর প্রতিবেশি আসমা বেগম বলেন, বিধবা মোর্শেদাকে একা পেয়ে প্রায়ই বজলু আর তাজনেহার নির্যাতন করে। তাঁদের অত্যাচারে ফজলু অতিষ্ট হয়ে গিয়েছিল। এখন তারা মোর্শেদাকেও একইভাবে অত্যাচার করছে। এর একটি সমাধান হওয়া উচিত।অভিযুক্ত বজলু ও তার স্ত্রী তাজনেহার বেগমের সাথে কথা বলতে গেলে তারা গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। এছাড়াও এই অভিযোগ গুলো সরাসরি তারা অস্বীকার করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD