সাভারের হেমায়েতপুরে পরিচ্ছন্ন কর্মীকে মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নের সকল পরিচ্ছন্ন কর্মীরা।বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৪ টার পরে পরিচ্ছন্ন কর্মীদের সরদার খোকনের নেতৃত্বে উক্ত মানববন্ধনটি বেপারী পাড়া এলাকা হতে শুরু হয়ে জয়নাবাড়ি মোড়ে এসে শেষ হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৭ মে) বেপারী পাড়া এলাকায় পরিছন্ন কর্মীকে হাবিল মাসিক ময়লার বিল নিতে গেলে ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য এরজু তাকে মারধর করে। একই ঘটনা আজকে পুনরাবৃত্তি ঘটে এবং হাবিলকে সাবেক মেম্বার এরজু অকথ্য ভাষায় গালিগালাজ করে।উক্ত ঘটনার প্রতিবাদে ইউনিয়নের সকল পরিচ্ছন্ন কর্মীরা হয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন এবং এসময় তারা তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এবিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর মানববন্ধনে অংশগ্রহণকারী পরিচ্ছন্ন কর্মীদের সাথে সরাসরি কথা বলেন এবং এর সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীরা আমাদের সমাজের একটা অংশ। তারা পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য ব্যাপক ভূমিকা পালন করেন। তাঁদের কাজের জন্য আমি স্যালুট জানাই। এবং তাদেরকে কেনো এরকম বিরূপ পরিস্থিতিতে পরতে হলো তা খতিয়ে দেখার বিষয়। আমি অভিযুক্ত সাবেক ইউমি সদস্যের সাথে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করব। যদি যে শান্তিপূর্ণভাবে সমাধানে সহযোগিতা না করেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করে আইনী ব্যবস্থা গ্রহণ করব।