এবার আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আবারও বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।
বৃহস্পতিবার (২৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে সরকারি ও বিরোধীদলের পাল্টাপাল্টি সমাবেশ ও বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রসঙ্গ উঠে আসে।
পররাষ্ট্র দপ্তরের প্রধান সহকারি মুখপাত্র বেদান্ত প্যাটেল আগের দিনের জবাবের রেশ টেনে বলেন, যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয়। জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বাংলাদেশকে সহায়তায় গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রশাসন।
বেদান্ত প্যাটেল বলেন, আমরা কোনো একক রাজনৈতিক দলের পক্ষে নই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের লক্ষ্যকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিচ্ছে। তবে এটাও মনে রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই।