শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

আজ বিশ্ব বাঘ দিবস

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে /

আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। বাঘ সংরক্ষণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে দিবসটি দীর্ঘ বছর ধরে বিভিন্ন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পালিত হচ্ছে। এ বছর সুন্দরবনের শরণখোলা, চাদপাই খুলনা ও সাতক্ষীরা ৪টি রেঞ্জে “বাঘ করি সংরক্ষণ সমৃদ্ধ হবে সুন্দরবন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ দিবসটি পালিত হবে। সুন্দরবন সুরক্ষায় আলাদা মন্ত্রণালয়ের দাবি জানিয়েছেন খুলনা সুন্দরবন একাডেমি। সুন্দরবনের জন্য আলাদা মন্ত্রণালয় না থাকলে বন সুরক্ষা এক সময় কঠিন হয়ে পড়বে। বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে।

বীরত্বের প্রতীক, জাতীয় প্রাণী ও প্রকৃতিক প্রহরী রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল বিশ্বখ্যাত সুন্দরবন। বাঘ বনের জীববৈচিত্র, খাদ্য শৃঙ্খল ও প্রতিবেশ চক্রের প্রধান নিয়ন্ত্রক। বন বিভাগ সূত্রে জানা যায় ২০১৮ সালে সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা ১১৪ টি। কিন্তু পূর্ব সুন্দরবনে ২০১৯ সালের ২১ আগস্ট থেকে ২০২২সালের ২৮ জানুয়ারি পর্যন্ত প্রায় আড়াই বছরের ব্যবধানে ৪ টি বাঘের মৃত দেহ উদ্ধার করে বনবিভাগ। অপরদিকে ২০২১ সালের ১৯ জানুয়ারি পাচারকালে ১ টি বাঘের চামড়া সহ এক পাচারকারীকে আটক করে র‌্যাব-৮ ও বনবিভাগ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে বাঘের একটি মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ এবং র‌্যাব-৬ একই রেঞ্জ থেকে চলতি বছরে একটি বাঘের চামড়া উদ্ধার করে। ঐ হিসাব থেকে কমে গেল ৭ টি বাঘ। এ মুহুর্তে সুন্দরবনে কয়টি বাঘ আছে তার সঠিক হিসাব নেই বনবিভাগের কাছে। কারণ গত চার বছর পর চলতি বছরের জানুয়ারী মাসে ক্যামেরা ট্রাকিং পদ্ধতিতে বাঘ গণনার কাজ শুরু হয়েছে। ২০২৪ সালের জুন মাসের দিকে বাঘ গণনার ফলাফল ঘোষণা করা হবে বলে বন বিভাগ সূত্র জানিয়েছে। বর্তমানে বাঘের সংখ্যা বাড়ছে না কমছে এ প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD