মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

ব্রিক‌স সম্মেল‌ন: সোমবার জোহানেসবার্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে /

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার (২১ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

আজ রবিবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে, ব্রিকস সম্মেলনের সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জেনেভায় সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিকসে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ব্রিকস সম্মেলনের ফাঁকে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনাসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ হতে পারে।

এদিকে, ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যাচ্ছেন।

সেখানে ব্রিকস সম্মেলনের ফাঁকে মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকের বিষয়ে আলোচনা চলছে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আগামী সপ্তাহেই নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হতে পারে।

আরও জানা যায়, আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের ব্রিকস সম্মেলনে সশরীরে যোগ দিচ্ছেন না। তিনি ভার্চুয়ালি ওই সম্মেলনে যোগ দেবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

ব্রিকস সম্মেলন চলবে ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD