শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

সাঈদীর মৃত্যু: আ.লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭০ নেতাকর্মী বহিষ্কার

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় দেশের নয় জেলায় আরও ৭০ নেতাকর্মীকে দল থেকে বাহিষ্কার করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। তাদের মধ্যে পাবনায় ১৭, সুনামগঞ্জে ১৫, রংপুরে ১৪, সিলেটে ১২, খুলনায় চার, ফেনীর দাগনভূঞায় চার, পিরোজপুরের নাজিরপুরে দুই ও পটুয়াখালীতে দুজন রয়েছে। একই কারণে এর আগেও বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। বিভিন্ন জেলার খবরসমূহ-

পাবনা : পাবনায় পাঁচ দিনে ২৮ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। ২৮ নেতাকর্মী বহিষ্কারের কথা বলা হলেও ভাঁড়ারা ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শেখ রকি বলেন, তিনি নিজে থেকেই পদত্যাগ করেছেন। যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন-ফরিদপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক নাজিবুল ইসলাম নিয়ন, চাটমোহরের পার্শ্বডাঙ্গ ইউনিয়ন দপ্তর সম্পাদক লিটন খান, উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক রব্বেল হোসেন, ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়ন কর্মী রাকিবুল ইসলাম, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জয় মালিথা, চাটমোহর ডিগ্রি কলেজ কর্মী প্রান্ত হোসেন, ঈশ্বরদী পৌরসভার ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ঈশ্বরদী উপজেলার কর্মী মাহমুদুল হাসান শোয়েব, ফরিদপুর উপজেলার সহসম্পাদক হাবিবুল্লাহ রহমান হাসিবুল, ফরিদপুর উপজেলার বিএল বাড়ী ইউনিয়ন কর্মী তরিকুল ইসলাম জীবন, বেড়া উপজেলার কর্মী হৃদয় রানা, সবুজ সরদার, সুরুজ সরদার ও নাজমুল ইসলাম, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসাইন আকাশ, সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন সহসভাপতি হিমেল বিশ্বাস কাজল। পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইমন খান, আতাইকুলা ইউনিয়ন সহসম্পাদক আশিক খান, আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি সাদ্দাম হোসেন, চাটমোহর উপজেলা কর্মী রাকিবুল হাসান, ফৈলজানা ইউনিয়ন সমাজসেবা সম্পাদক মামুন হোসেন, বেড়া উপজেলা কর্মী আবু বকর সিদ্দিক প্রিন্স, সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শেখ রকি।

সুনামগঞ্জ ও ছাতক : বহিষ্কৃতরা হলেন-সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম, আকছার ইবনে আজিজ পাঠান, ধর্মবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, উপতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফকরুল হাসান জেনিস, উপকৃষিবিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান, উপবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহসম্পাদক রিফাতুল হাসান হৃদয়, সদস্য এমএ মোক্তাদির আহমেদ, ছাতক উপজেলা যুগ্ম আহ্বায়ক শিপলু আহমেদ, জামালগঞ্জ উপজেলা সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা সহসভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সোহাগ ও মোহাম্মদ মোস্তফা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হাসান মুন্না।

রংপুর ও পীরগাছা : বহিষ্কৃত ছাত্রলীগ নেতার হলেন-রংপুর জেলা সহসভাপতি বেলাল হোসেন আপেল, ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা সহসভাপতি জান্নাতুল ফেরদৌস তুফান, ময়নুল ইসলাম শাকিল, পীরগাছা উপজেলা সহসভাপতি রায়হান সরকার, গঙ্গাচড়া উপজেলা উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, কাউনিয়া উপজেলা সদস্য রেজোয়ান রিংকু, ইটাকুমারী ইউনিয়ন সহসভাপতি সোহান মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন সহসভাপতি মাহমুদুল হাসান মানিক, কৈকুড়ী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, গজঘণ্টা ইউনিয়ন সহসভাপতি আল মেহেদী, যুগ্ম-সাধারণ সম্পাদক এআর আরমান খান, দপ্তর সম্পাদক রাশেদ খান আবির ও বড়বিল ইউনিয়ন সভাপতি সাগর ইসলাম।

সিলেট : বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন-গোয়াইনঘাট সরকারি কলেজ সহসভাপতি সাইদুল মুরসালিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা সহসম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা সহসভাপতি আবদুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ, কানাইঘাট উপজেলা সহসভাপতি সারোয়ার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, উপআপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ ও সহসম্পাদক মুর্শেদ আলম এবং গোলাপগঞ্জ পৌর সহসভাপতি এহসান আহমদ।

নাজিরপুর (পিরোজপুর) : বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন-উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়ন সভাপতি রুম্মান হোসেন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

পটুয়াখালী : বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন-জেলা সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম তাসির মৃধা ও দুমকী উপজেলা মুরাদিয়া ইউনিয়ন সহসভাপতি জাহিদ খান।

খুলনা : বহিষ্কৃতরা হলেন- ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ খন্দকার ইলিয়াছুর রহমান ও সদস্য শাহ আলম, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. তারেক আজিজ ও সিনিয়র সহসভাপতি মো. আশিক ইকবাল।

নাঙ্গলকোট (কুমিল্লা) : বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতারা হলেন-নাঙ্গলকোট উপজেলা সহসভাপতি জসিম উদ্দিন সরকার ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ভুট্টু।

দাগনভূঞা ( ফেনী) : বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- দাগনভূঞা উপজেলা প্রচার সম্পাদক ফজলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক জোবায়েদ হোসেন বাদল, দাগনভূঞা পৌর সাংগঠনিক সম্পাদক নাজমুল হক পরান, সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহসভাপতি জাহিদ হাসান শুভ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD