শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

জাবিতে সাংবাদিককে মারধর ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) এক সাংবাদিককে মারধর ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বুধবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সংহতি প্রকাশ করে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ৪৬ ব্যাচের শিক্ষার্থী আতাউল হক চৌধুরী আফ্রিদি বলেন, ‘ছাত্রলীগের উপর মহলের ইন্ধনে এই হামলা হয়েছে, প্রশাসনের উচিত সুষ্ঠ তদন্তের মাধ্যমে সবাইকে বিচারের আওতায় আনা।’ তিনি আরো বলেন জাবি ছাত্রলীগের সভাপতি – সাধারণ সম্পাদক এর সুষ্ঠ সমাধান না করতে পারলে তাদের পদ থেকে সরে দাঁড়ানো উচিত।

দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ সাংবাদিকরাই সবার সামনে এই বিশ্ববিদ্যালয়ের আসল ছবি তুলে ধরেন, একজন সাংবাদিককে যেখানে অপদস্ত হতে হয় সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও আমরা সন্ধিহান। আজকের এই মানববন্ধনে একই সাথে আমি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছি এবং খুব দ্রুত অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। ‘

দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের কন্ঠ রোধ করার পায়তারা৷ আমরা দেখেছি বিগত কয়েকবছর ধরে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে এবং সেখানে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকে। কিন্তু এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো সুষ্ঠ বিচার পাওয়া যায় না। তারা জড়িতদের সবাইকে শাস্তি না দিয়ে গুটি কয়েকজনকে শাস্তি দিয়ে দায়মুক্তি নেয়।। শুধু সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে নয়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে নির্যাতনের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন গড়িমসি দেখা যায়। এবার কোনো সুষ্ঠ বিচার না পেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবো। ‘

এছাড়া মানববন্ধনে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিব সোহেলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা৷

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD