মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

তিন জেলায় অভিযান, ২৬ হাসপাতাল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে /

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তিন জেলায় ২৬টি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করা হয়েছে। এর মধ্যে নোয়াখালীতে ১৫টি ও শেরপুরে ৮টি। এ ছাড়া জামালপুরে তিনটি অপারেশন থিয়েটার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

নোয়াখালীতে ১৫ অবৈধ ক্লিনিক সিলগালা

নোয়াখালীতে অভিযান চালিয়ে ১৫ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও দন্ত চিকিৎসালয় বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। দিনভর সদর ও সোনাইমুড়ি উপজেলায় এ অভিযান চালানো হয়। এগুলো হচ্ছে, সদর উপজেলার দ্য ডেন্টাল পয়েন্ট, মা ডেন্টাল কেয়ার, মডার্ন ডেন্টাল কেয়ার, নোয়াখালী ডেন্টাল কেয়ার, নিফেন ডেন্টাল কেয়ার, আশা ডেন্টাল কেয়ার, মেঘ ডেন্টাল কেয়ার, জাহানারা ডেন্টাল অ্যান্ড অর্সোডেন্টিক সেন্টার, ওদারহাট ডেন্টাল কেয়ার, জামাল দন্ত চিকিৎসালয়, নাজমুল ডেন্টাল কেয়ার, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার, সেইফ লাইফ ডায়াগনস্টিক এবং সোনাইমুড়ী উপজেলার অলইস্কয়ার ও জাহানারা ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন খবরের কাগজকে বলেন, ‘নোয়াখালী ডেন্টাল কেয়ারে কেউ উপস্থিত না থাকায় এবং বাকিগুলোর রেজিস্ট্রেশন না থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’

শেরপুরে ৬ ডায়াগনস্টিক ও ২ হাসপাতাল বন্ধ

শেরপুরে লাইসেন্স না থাকায় ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও লাইসেন্সর মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং ডাক্তার না থাকায় দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে শহরের নারায়ণপুর ও বটতলা এলাকায় অভিযান চালিয়ে এসব ডায়াগনস্টিক ও হাসপাতাল বন্ধের করা হয়েছে।

বন্ধ হওয়া ডায়াগনস্টিক ও হাসপাতালগুলো হলো লাইসেন্সবিহীন জনতা ডায়াগনস্টিক সেন্টার, হজরত শাহজালাল (র.) ডায়াগনস্টিক সেন্টার, সরকার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামল ডায়াগনস্টিক সেন্টার, মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার ও মারিয়া নার্সিং হোম। এ ছাড়া নিয়মিত ডাক্তার না থাকায় সততা হাসপাতাল ও ডায়াগনস্টিক এবং নিরাপদ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তাদের কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জামালপুরে ৩ হাসপাতালে তালা

জামালপুর শহরের তিনটি বেসরকারি হাসপাতালের লাইসেন্স না থাকায় অপারেশন থিয়েটার সিলগালা করে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করা হাসপাতালগুলো হলো– শহরের মিয়াপাড়ার নিউ আমেনা হাসপাতাল, পাঁচ রাস্তা মোড় সংলগ্ন এলাকায় এশিয়ান জেনারেল হাসপাতাল এবং জিয়া কলেজ মোড়ের শফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD