সাভারে বাংলাদেশ ইয়াং মেনস ক্রিস্টান এসোসিয়েশনের জাতীয় কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী’র লোগো উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সাভারের জালেশ্বর এলাকায় ওয়াইএমসিএ সেন্টারে এ লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ ইয়াং মেনস ক্রিস্টান এসোসিয়েশন ।
অনুষ্ঠানে বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের সভাপতি জনি হিউবার্ট রোজারিও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গোল্ডেন জুবিলী উদযাপন কমিটির কনভেনর ও প্রাক্তন প্রেসিডেন্ট এনসিওয়াইবি মি. বাবু মার্কুজ গমেজ, এনসিওয়াইবি এর প্রাক্তন প্রেসিডেন্ট ও এপিএওয়াই এর ভাইস প্রেসিডেন্ট মি, রেমন্ড আরেং, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর সভাপতি মি. নির্মল রোজারিও, ধরেন্ডা মিশন এর পাল-পুরোহিত ফা: জয়ন্ত এস গমেজ। এসময় আরো উপস্থিত ছিলেন জেন্ডার ইকুইটি কমিটির এপিএওয়াই এর সদস্য মিসেস মার্শিয়া মিলি গমেজ সহ বাংলাদেশ স্থানীয় ওয়াইএমসিএ প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রাক্তন সভাপতি ও কর্মকর্তা, এনইসি সদস্যগণ ও স্থানীয় ওয়াইএমসিএ এর প্রতিনিধি ও যুবকরা।