শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

‘তারুণ্যের সমাবেশ’ সফল করতে আশুলিয়ায় যুবদলের সভা

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে /

আগামী ২৮ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার’ লক্ষ্যে আয়োজিত সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে আশুলিয়া থানা যুবদল।

শুক্রবার (২৩ মে) বিকেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

সভায় বক্তারা আগামী ২৮ মে তারুণ্যের অধিকারের আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলের ভূমিকা আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান (রকি), সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম (তাজুল), যুবদল নেতা শাওন সরকারসহ স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD