শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

বান্দরবানে দুই সন্ত্রাসী গ্রু‌পের গোলাগু‌লিতে নিহত ৬, আহত ৩।

মোঃ সোহেল রানা বান্দরবান জেলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৮৭৪ বার পড়া হয়েছে /

বান্দরবা‌নের সদর উপজেলার রাজ‌বিলার ইউনিয়নে বাঘমারা এলাকায় জেএসএস-এর দুই গ্রু‌পের মধ্যে গোলাগু‌লি‌তে জেএসএস সংস্কার এর সভাপতিসহ ৬ সদস্য নিহত হ‌য়ে‌ছেন।

এ ঘটনায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও অন্তত ২ জন। মঙ্গলবার ৭ জুলাই ভো‌রে সদ‌রের বাঘমারায় এঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, জেএসএস সংস্কার এর জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি জেএসএস এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময়ের হয়। এঘটনায় ‌জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ৬ জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও ৩ জন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।
এখনো ঘটনার বিস্তারিত জানা যায়নি। পরে এ‌ বিষ‌য়ে বিস্তা‌রিত জানা যাবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD