বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে /

কক্সবাজারে স্কুল শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫। গতকাল মঙ্গলবার রাতে পিএমখালী এলাকার একটি নির্মাণাধীন এক ভবনে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮), কক্সবাজার সদরের উত্তর তারানিয়াপাড়ার দিল মোহাম্মদের ছেলে মোস্তাক মিয়া (২৪) ও খরুলিয়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে মো. বেলাল উদ্দিন (২২)। এর মধ্যে বেদার মামলার এজাহারভুক্ত আসামি।

আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে র‌্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ জানান, গত ১৯ আগস্ট রাতে এক স্কুল শিক্ষিকাকে কয়েকজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। মামলার প্রধান অভিযুক্ত বেদার মিয়া আরো তিন সহযোগীসহ ভিকটিমকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওই ঘটনার প্রেক্ষিতে ২৩ আগস্ট ভিকটিম নিজে বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে র‌্যাব বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ধর্ষণ কাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের নিমিত্তে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা সকলেই ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বের মামলা মোতাবেক কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD