শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

এবার বেঁচে ফিরতে পারবেন তো অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে /

আবারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের বাদশাহ অমিতাভ বচ্চন।

বুধবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১১টা ২৫ মিনিটে সোশ্যাল মিডিয়ায় এক টুইটবার্তায় অমিতাভ জানান, দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরও কোভিড পরীক্ষার অনুরোধ করেছেন এই বলিউড সুপারস্টার।

এই বলিউড সুপারস্টার বলেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার ধারের কাছে এবং সংস্পর্শে এসেছিলেন, তারা অনুগ্রহ করে পরীক্ষা করে নিবেন।

এর আগে ২০২০ সালের প্রথম ঢেউয়ের সময়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। প্রাথমিকভাবে অমিতাভের ছেলে অভিষেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর অমিতাভ ও অভিষেকের স্ত্রী ঐশ্বর্যও মহামারি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে সুস্থ হয়ে আগস্টে বাড়ি ফিরেছিলেন। কাজও শুরু করেছিলেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD